অনলাইন ডেস্ক
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী। তিনি বিদ্যালয়টির জন্য একটি ডিজিটাল হাজিরা মেশিন কিনেন। এ মেশিনটির মূল্য দেখান ৯৪ হাজার টাকা। যার বাজার মূল্য আসলে ৬ হাজার টাকা। এছাড়া, ইউসুফ আলী বিভিন্ন সময় বিদ্যালয়ের সভাপতিকে অবহিত না করেই বিল-ভাউচার দেখিয়ে অন্তত ১৭ লাখ টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ উঠেছে।
শিক্ষক ও অভিভাবকদের সাথে অসদাচারণ করার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। গত কয়েক বছরে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও অর্ধেক কমে গেছে। পরিচালনাকমিটির সভাপতিকে সম্প্রতি লিখিতভাবে বিষয়গুলো অবগত করেন শিক্ষকরা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সালাউদ্দিন সরকার জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২৮শে মার্চ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পর্যায়ক্রমে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক ইউসুফ আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা