অনলাইন ডেস্ক
পৃথিবীর কোটি দর্শকের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের সার্চ ইঞ্জিনে আর্জেন্টিনার জয় উদযাপন করছে। গুগল সার্চে ইংরেজিতে ‘কোপা আমেরিকা’ অথবা ‘আর্জেন্টিনা’ লিখে সার্চ দিলে ভার্চুয়াল আতশবাজি দেখানো হচ্ছে।
রবিবার গুগলের সার্চ বক্সে শব্দগুলো লিখে দেখা গেছে প্রথমে ম্যাচের স্কোরবোর্ড আসছে। কয়েক সেকেন্ড পর ফুটছে আতশবাজি।
‘কোপা আমেরিকা’ শব্দ যুগল ছাড়াও শুধু ‘কোপা’, ‘আর্জেন্টিনা-ব্রাজিল’, ‘আর্জেন্টিনা’, ‘ব্রাজিল’ ইত্যাদি লিখে সার্চ দিলেও একই চিত্র দেখা যাবে। আর শুধু বাংলা বা ইংরেজিতে নয়, স্প্যানিশ, পর্তুগিজ, জাপানিজ, ফরাসিসহ যে কোনো ভাষাতেই এই শব্দগুলো সার্চ দিলেই মেসিদের অভিনন্দন জানানোর গুগলের এই প্রয়াস চোখে পড়বে।
তবে মেসিদের জয়ে এই আয়োজনের জন্য গুগলকে আর্জেন্টিনার সমর্থক বলার সুযোগ নেই। আর্জেন্টিনার জায়গায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলেও হয়তো একই ধরনের ‘উদযাপন’ করত এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।
মেসি এদিন ইনজুরি নিয়ে মাঠে নামেন। জয়ের পর নিজের অফিসিয়াল ফেইসবুকে কোপার ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কী সুন্দর পাগলামি!!! এটা বিস্ময়কর, ধন্যবাদ ঈশ্বর!!! আমরা চ্যাম্পিয়ন!!!’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা