অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার ইতিহাস গড়া ফুটবল বিশ্বকাপ জয়ে উচ্ছসিত ফুটবল প্রেমিরা। মধ্যরাতে দেশজুড়ে হাজারো সমর্থক আনন্দ মিছিল করেছে। আতশবাজির উৎসবে রঙিন হয়ে উঠে ঢাকার আকাশ।
জিতলেই ছোঁয়া যাবে স্বপ্নের ট্রফি। এমন এক ম্যাচে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। খেলা শুরুর কয়েক ঘন্টা আগেই টিএসসি এলাকায় ভিড় করে ফুটবল প্রেমিরা। শ্লোগানে শ্লোগানে মুখর করে রাখে পুরো এলাকা।
বাতাশে উড়ছে আকাশি-সাদা রংয়ের পতাকা। ভুভুজেলার আওয়াজও যেন ততক্ষণে পৌঁছে গেছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। বেজে উঠে রেফারির বাঁশি। ততক্ষণে কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ। বড় পর্দায় এমন খেলা দেখার আয়োজন ছিলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।
খেলা শুরু। বাড়তে থাকে উত্তেজনা। টান টান উত্তেজনার শুরুতে আজেন্টিনার দুই গোলে উচ্ছ্বসিত দর্শকরা।
পরে আজেন্টিনা দুই গোল হজমের পর শুনশান নিরবতা নেমে আসে। আশা নিরাশার ম্যাচে খেলা ঘুরতে থাকে নানা দিকে। সবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে চূড়ান্ত বিজয় আকাশি সাদাদের। সমর্থকদের উচ্ছাস তখন বাধভাঙ্গা।