দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে সোনার পদক জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়েছে শ্রীলঙ্কাকে।
এসএ গেমসে অন্য যে কোনো ইভেন্ট থেকে আর্চারিতে বাংলাদেশের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশার প্রথমটিতে সফল হলো বাংলাদেশের আর্চাররা।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে পোখারায় সেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন আর্চাররা। নেপালে এসএ গেমসের চলমান ১৩তম আসরে আর্চারি থেকে এটি বাংলাদেশের প্রথম সোনা জয়।
রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলামের সমন্বয়ে গঠিত দল দারুণ নৈপুণ্য দেখিয়েছে। তারা লঙ্কান আর্চারদের বিপক্ষে জিতেছেন ৫-৩ সেটে।
সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার পদকের সংখ্যা বেড়ে হলো আটটি।
আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে আসেনি কোনো সুখবর।
আগের দিন গেরো খোলে, শেষ হয় অপেক্ষার পালা। তিনটি সোনার পদক জেতে বাংলাদেশ। দুটি ভারোত্তোলনে, একটি ফেন্সিংয়ে।
স্বর্ণ জয়ের হিসেবে গতকাল পর্যন্ত পদক তালিকার শীর্ষে আছে ভারত। ২১৪টি পদক জিতেছে ভারত। এর মধ্যে আছে ১১০টি স্বর্ণ, ৬৯টি রৌপ্য আর ৩৫টি ব্রোঞ্জ পদক। ৪৩টি স্বর্ণ, ৩৪টি রৌপ্য আর ৬৫টি ব্রোঞ্জ সহ মোট ১৪২টি পদক জিতে গতকাল পর্যন্ত দুইয়ে স্বাগতিক নেপাল। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কার অ্যাথলেটরা জিতেছেন ৩১টি স্বর্ণ, চারে থাকা পাকিস্তান জিতেছে ২৪টি স্বর্ণ। বাংলাদেশের আজকের স্বর্ণসহ মোট সোনার পদক দাঁড়ালো ৮টিতে। এছাড়া, ২২টি রৌপ্য আর ৫৫টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশের পদকের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫টি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা