অনলাইন ডেস্ক
দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আসলামের সহকর্মী ইমরান রহমান।
জ্বর ও শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। তবে, নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সহকর্মীরা জানান, বৃহস্পতিবার রাতে শান্তিবাগের বাসায় শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। পরে অফিসের গাড়ি দিয়ে তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আসলামের বাড়ি মাদারীপুরে। দুই সন্তানের জনক।
সম্প্রতি দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন ও জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু মারা গিয়েছিলেন। এদের মধ্যে মৃত্যুর পর হুমায়ুন কবির খোকনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা