অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্তের খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে সফর করে দেশে ফিরেছিল। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরপর ২৭ ডিসেম্বর একজনের ও গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। সর্বশেষ তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর। তবে একসঙ্গে ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর গতকালই প্রথম এলো।
দেশে গত কয়েক দিন ধরেই করোনার ঊর্ধ্বমুখী অবস্থার মধ্যেই ওমিক্রনে আরও ১০ জনের শনাক্তের খবর এলো। সর্বশেষ গতকাল দেশে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ রোগী ও শনাক্ত হারের রেকর্ড হয়েছে। এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আবার ১১শ ছাড়িয়ে গেছে এবং নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ৫ শতাংশের কাছাকাছি। গতকাল রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪০ জন ও মৃত্যু হয়েছে ৭ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর ১ হাজার ১৭৮ জন। অন্যদিকে গত বুধবার যেখানে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ২০ শতাংশ, গতকাল তা বেড়ে ৪ দশমিক ৮৬ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২০ সেপ্টেম্বর ৫ দশমিক ৬৭ শতাংশ।
ওমিক্রনে আক্রান্ত নতুন ১০ জনের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন দেশ রূপান্তরকে বলেন, ধরে নেওয়া যায় আক্রান্তদের মধ্যে বিদেশ ভ্রমণের ঘটনা আছে এবং তাদের সংস্পর্শে এসেছেন।
এই বিশেষজ্ঞ বলেন, নতুন-পুরনো সবাই ঢাকার বাসিন্দা। তার মানে ঢাকায় ওমিক্রনের গুচ্ছ সংক্রমণ চলছে। আর কিছুদিন দেখলে বোঝা যাবে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কি না।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা