অনলাইন ডেস্ক
প্রতি দু’বছর অন্তর আইসিসি-র প্রতিযোগিতা আয়োজন করতে চায় বিসিসিআই। তাই আগামী ৯ বছরে অন্তত তিনটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য দাবি জানাবে ভারত। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আইসিসি জানিয়েছে, পরবর্তী সূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে আনা হবে। বোর্ডের ওই কর্তা বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি ছোট হলেও খুব জনপ্রিয় প্রতিযোগিতা। ২০২৩ বিশ্বকাপের পরেই তাই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দাবি জানাব আমরা। দু’তিন বছর অন্তর আইসিসি-র প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমরা তৈরি।”
প্রতি দু’বছর অন্তর আইসিসি-র প্রতিযোগিতা আয়োজন করতে চায় বিসিসিআই। তাই আগামী ৯ বছরে অন্তত তিনটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য দাবি জানাবে ভারত। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত যে প্রতিযোগিতার সূচি তৈরি করবে আইসিসি, সেখানে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি টি২০ বিশ্বকাপ এবং একটি ৫০ ওভারের বিশ্বকাপের জন্যে দাবি জানাবে ভারত। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮-এর টি২০ বিশ্বকাপ এবং ২০৩১-এর ৫০ ওভার বিশ্বকাপের জন্য দাবি জানানো হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে ঠিক হয়েছে, রঞ্জি ট্রফির ভাতা নিয়ে সিদ্ধান্তের জন্য ১০ সদস্যের একটি প্যানেল গঠন করা হবে। ছ’টি অঞ্চলের প্রতিনিধি ছাড়াও থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা