অনলাইন ডেস্ক
আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক সোমবার এক আদেশে একযোগে মোট ২২৮ জনকে বদলি করেছেন। ‘জনস্বার্থে’ এই বদলি বলে আদেশে বলা হয়েছে। মঙ্গলবারের (২১ ডিসেম্বর) মধ্যেই নতুন থানায় যোগ দেওয়ার জন্য বদলি হওয়া এসআই, এএসআই, টিএসআই এবং এটিএসআইদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নতুন থানায় যোগ দিতে দেরি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি তালিকায় আছেন ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই ১১০, একজন টিএসআই এবং দুজন এটিএসআই। আরএমপির মোট ১২টি থানায় এই ২১৮ জনই এসআই, এএসআই, টিএসআই ও এটিএসআই কর্মরত ছিলেন। সবাইকেই একযোগে বদলি করা হয়েছে। আরএমপিতে একযোগে এতজনের বদলি অতীতে আর কখনই হয়নি।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, এভাবে একসঙ্গে সবার বদলি আগে হয়নি। এবার জনস্বার্থে এসব বদলি করা হয়েছে। সোমবার আদেশ জারির পর মঙ্গলবার থেকে এসআই, এএসআই, টিএসআই ও এটিএসআইরা নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা