অনলাইন ডেস্ক
সশরীরে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন জর্জিয়ার বাসিন্দারা। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্রথমদিনেই আড়াই লক্ষাধিক ভোটার ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। এছাড়া, রাজ্য ও স্থানীয় নির্বাচনী প্রতিযোগিতার ক্ষেত্র্ওে ভোট দেবেন ভোটাররা।
যে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটে পরবর্তী প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে, জর্জিয়া তার মধ্যে অন্যতম। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজনকে বেছে নিতে আগাম ভোট দিচ্ছেন এই রাজ্যের ভোটাররা। আগামী পাঁচ দিনে জর্জিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য নেভাডা ও নর্থ ক্যারোলাইনায় সশরীরে আগাম ভোট দিতে পারবেন ভোটাররা। নর্থ ক্যারোলাইনায় ভোট শুরু হবে আগামীকাল।
গত মাসে ভার্জিনিয়া, মিনোসোটা ও সাউথ ডাকোটা রাজ্য দিয়ে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। আমেরিকার ৪৬টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় আগাম ভোট দেওয়ার সুযোগ আছে। এর মধ্যে ৩৭টি অঙ্গরাজ্যের প্রায় ৫০ লাখ ভোটার এরই মধ্যে সশরীরে অথবা ই-মেইলের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, প্রায় অর্ধেক ভোটারই নির্বাচনের নির্দিষ্ট দিনের আগে ভোট দিয়ে ফেলার পরিকল্পনা করেছে।
নির্ধারিত দিনের আগে ভোটগ্রহণের কারণে ঐতিহাসিকভাবে সুবিধা পেয়ে এসেছে ডেমোক্রেটিক পার্টি। এ কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি আগাম ভোটের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই রিপাবলিকানরা নিজের সমর্থকদের আগাম ভোট দিতে উৎসাহ দিয়ে আসছেন। যদিও মার্কিন গণমাধ্যম বলছে, বর্তমানে আগাম ভোটের বেশির ভাগই পড়েছে ডেমোক্র্যাটদের পক্ষে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা