অনলাইন ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে।
গত বুধবার এক টুইটে ইমরান খান বলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।এর সাথে বিখ্যাত মার্কিন বুদ্ধিজীবী নোয়াম চমস্কির একটি লেখাও জুড়ে দিয়েছেন ইমরান।অনেক আগে নোয়াম চমস্কি ওই লেখায় গাজার এক বৃদ্ধ লোকের প্রদর্শন করা কিছু কথা উদ্ধৃত করেছিলেন। তা হলোঃ
“তোমরা আমার পানি কেড়ে নাও, আমার জলপাই গাছ পুড়িয়ে দাও, আমার ঘরবাড়ি ধ্বংস করো, আমার চাকরি থেকে বিতাড়িত করো, আমার জমি ছিনিয়ে নাও, আমার বাবাকে বন্দী করো, আমার মাকে মেরে ফেলো, আমার দেশে বোমা মারো, আমাদের সবাইকে ক্ষুধায় মারো, আমাদের সবাইকে অপমান করো, তবুও সব দোষ আমার (ফিলিস্তিনের) : আমি পাল্টা একটি রকেট ছুড়েছি (হামলা) বলে।”
টুইটারের পাশাপাশি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ইমরান খান।
ওই ফোনালাপে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদের ভেতরে ও বাইরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইসরায়েলের এ ধরনের আচরণ মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন ইমরান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা