অনলাইন ডেস্ক
এবার মাশরাফিকে নিয়ে নতুন করে খবর বেরিয়েছে, তার করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। কিন্তু শনাক্ত হওয়ার ১৪ দিন পর নতুন করে টেস্ট করা হয়। এজন্য শনাক্ত হওয়ার পর মাশরাফি এখনো পরীক্ষাই করাননি। নেগেটিভ আসার খবরটি সত্য নয় বলে জানিয়েছেন তিনি।
রবিবার (২৮ জুন) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছেন মাশরাফি। মাশরাফি বলেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’
মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ার আগে তার শাশুড়ি ও স্ত্রীর বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন। মাশরাফির পর তার ছোট ভাইও করোনায় আক্রান্ত হন।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা