অনলাইন ডেস্ক
ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজসভায় তিনি এই মন্তব্য করেছেন। রোববার (২৬ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমটি বলছে, রোববার দিল্লিতে দেশটির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো। এর আগের দিন শনিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে তার সম্মানে ভোজসভার আয়োজন করেন ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। আর সেখানেই এই মন্তব্য করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, “ভারত এবং ইন্দোনেশিয়ার একসঙ্গে সুদীর্ঘ এবং প্রাচীন ইতিহাস আছে। আমাদের দু’দেশের সভ্যতার মধ্যেও যোগসূত্র রয়েছে। এমনকী এখনও আমাদের ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের উৎস হলো সংস্কৃত। ইন্দোনেশিয়ার অনেক নামই আসলে সংস্কৃত নাম এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত প্রবল। আমি মনে করি এটি আমাদের জেনেটিক্সের অংশ। আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত বেশি।”
হিন্দুস্তান টাইমস বলছে, উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে একগুচ্ছ বিষয় নিয়েও কথা হয়েছে। সমুদ্রপথে সুরক্ষা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তারা একমত হয়েছেন। তার ফলে ওই অঞ্চলের আর্থিক বৃদ্ধির পথ প্রশস্ত হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা