ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে সাংবাদিক মিথুন মাহফুজের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: ডিআরইউ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য ও দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ডায়বেটিস ও উচ্চ রক্তচাপে ভূগছিলেন তিনি।
আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজের মরদেহে ডিআরইউ এর নেতৃবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন। ছবি : ডিআরইউ এর সৌজন্যে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ যোহর ডিআরইউ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে খুলনার নিজ গ্রাম পাইকগাছায় স্থানীয় কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে।
মিথুন মাহফুজের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা