মানবকণ্ঠের সম্পাদক আবু বকর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে দৈনিক মানবকণ্ঠ কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বরুয়ায় মানবকণ্ঠের প্রধান কার্যালয়ে এই মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদে দোয়া পরিচালনা করেন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা আসাদুল্লাহ হিল গালিব।
এসময় উপস্থিত ছিলেন মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৌরভ হাসান ভূঁইয়া, আবু বকর চৌধুরীর শ্যালক রিয়াজ মাহমুদ, ভায়রা বজলুর রহমান। এছাড়া পত্রিকার সকল পর্যায়ের সাংবাদিক, সহকারী সম্পাদক, সংবাদকর্মী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়ায় অংশ নেন।
এছাড়া এদিন তার স্মরণে নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কোরআন খতম, কয়েকটি মসজিদে ওয়াক্তের নামাজের পরে আবু বকর চৌধুরীর জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ জানুয়ারি (মঙ্গলবার) ভোর রাতে রাজধানীর ধানমন্ডির বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
সবশেষ তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে ১৯৯১ সালে ‘সাপ্তাহিক প্রত্যয়ন’ পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। এর পর তিনি ‘সাপ্তাহিক খবর’-এর নির্বাহী সম্পাদক, ১৯৯৫ সালে ‘আজকের কাগজ’-এ সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন। একসময় আজকের কাগজ বন্ধ হয়ে গেলে তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে ‘আমাদের সময়’ পত্রিকায় যোগ দেন। ওই বছরের অক্টোবরে তিনি ‘সকালের খবর’-এ বার্তা সম্পাদক ও ২০১১-এর এপ্রিলে ‘সমকাল’ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।
২০১২ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে ‘দৈনিক মানবকণ্ঠ’-এ যোগদান করেন। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ পর্যন্ত তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করে আসছিলেন। ২০১৭ সালে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হন। পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে পুনরায় তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালের ১৫ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বরেণ্য এই সাংবাদিক।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা