স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দের ব্যাপারে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে
আবু ধাবির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দের ব্যাপারে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আবু ধাবি ন্যাশনাল এক্সিভিশন সেন্টারে মঙ্গলবার বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান স্বাক্ষর করেন।
Like & Share our Facebook Page: Facebook
আরোও পড়তে পারেন : খুলনায় জুট মিলে আগুন