অনলাইন ডেস্ক
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মূলত সতর্কতার কারণে পুনরায় আইসিইউতে নেয়া হয়েছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে। গুরুতর কোনো কারণ নয় বলে জানিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো।
শুক্রবার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় সাও পাওলোর ওই হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া না গেলেও গণমাধ্যমটি জানিয়েছে, পেলের অবস্থা স্থিতিশীল আছে। বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থা পরিপূর্ণ রাখতেই আইসিইউতে নেওয়া হয়েছে ফুটবল কিংবদন্তিকে।
তবে পেলের মেয়ে কেলি নাসিমেন্ত জানিয়েছেন তারা বাবার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন।’
চলতি বছরের আগস্টে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেয়া হলের পেলের শরীরে কোলন টিউমার ধরা পড়ে এবং পরে ৪ সেপ্টেম্বর সেটি অস্ত্রোপাচার করা হয়।ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপ জিতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা