৭৫ বছর বয়সী অভিনেতার চিকিৎসার ভার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২৯ আগস্ট চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন
অসুস্থ্য হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান।
এটি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান জানান, ‘দুদিন ধরেই উনার (এ টি এম শামসুজ্জামান) অবস্থা ভাল নেই। গ্যাসট্রিকের ঝামেলা ছাড়াও টয়লেটে বেশি সমস্যা হচ্ছিলো। অবস্থা বেগতিক দেখে সোমবার দুপুরে আবারও তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখন এখানেই তার চিকিৎসা চলছে।’
এর আগে ২৯ আগস্ট চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন এ টি এম শামসুজ্জামান। হাসপাতাল ছাড়ার তিনমাস পর আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।
চিকিৎসকের বরাতে রুনি জামান আরো বলেন, সর্বশেষ চিকিৎসা শেষে যখন উনাকে বাসায় নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা ভেবেছিলেন পরিপাকতন্ত্রে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সেই সমস্যাগুলো একইভাবে ফিরে আসায় তারা একটু চিন্তিত।
‘মনে রেখো’ বিনিময়ে আসছে ‘জানবাজ’
তার মেয়ে কোয়েল আহমেদ জানান, ভর্তির পর বাবাকে স্যালাইন দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অস্ত্রোপচার করা হবে কি না সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসক শাহাদাতের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এ অভিনেতার।
এর আগে গত ২৬ এপ্রিল তাকে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতাল ভর্তি করা হয়; সেখানে প্রায় দুই মাস চিকিৎসা চলে তার।
চিকিৎসাধীন অবস্থায় একাধিকবার আইসিইউতে নেওয়া হয় তাকে; শারীরিক অবস্থা বিবেচনায় দুই ঈদও হাসপাতালে কাটাতে হয়েছে তাকে।
এরই মধ্যে ৭৫ বছর বয়সী অভিনেতার চিকিৎসার ভার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সরকার প্রধানের পক্ষ থেকে ১০ লাখ টাকাও দেওয়া হয় তাকে।
২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা