অনলাইন ডেস্ক
আজ বুধবার ওয়ানডে ক্রিকেটর নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতিতে সেরা দশে ঢুকে পড়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।
আফগান সিরিজে বল হাতে ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেন সাকিব। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বোলারদের র্যাংকিংয়ে ১০ নম্বরে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার।
সাকিব তিন ধাপ উন্নতি করলেও ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে পিছিয়েছেন মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়ে ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। মিরাজ একধাপ পিছিয়ে ৫৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ২৯ নম্বর অবস্থানে আছেন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড তালিকার শীর্ষে রয়েছেন।
ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে তেমন একটা পরিবর্তন আসেনি বাংলাদেশের ব্যাটারদের। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে ১৮ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন লিটন কুমার দাশ। শেষ ম্যাচে ফিফটির সুবাদে তিন ধাপ এগিয়ে ৩৮তম স্থানে আছেন লিটন। এ ছাড়া একধাপ পিছিয়ে ৩৩ নম্বরে আছেন তামিম। একধাপ এগিয়ে ৩৪তম অবস্থানে রয়েছে সাকিব।
টেস্টে ৮৮৩ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অ্যাশেজে দুর্দান্ত সেঞ্চুরি করা ট্রাভিস হেড দুই ধাপ এগিয়ে দুই নম্বরে অবস্থান করছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা