অনলাইন ডেস্ক
এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংয়ের নেতৃত্বে নবগঠিত তদন্ত দল শনিবার আরিয়ানের মামলাসহ আরও ৬টি মাদক মামলার তদন্ত শুরু করতে মুম্বাই পৌঁছেছে।
তদন্ত দল শনিবার তারকা সন্তানকে একটি সমন জারি করে এবং রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এটি তার জামিন আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে বলা হয়েছে, এনসিবি কর্মকর্তাদের ডাকার কারণ আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, স্বাস্থ্যজনিত কারণে আরিয়ান খান আজ এনসিবি অফিসে উপস্থিত নাও হতে পারেন। তবে, আরিয়ান আগামীকাল আরও জিজ্ঞাসাবাদ এবং তদন্তের জন্য তদন্ত দলের সামনে উপস্থিত হতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদন্ত দল ৬টি মামলার সঙ্গে জড়িতদের জবানবন্দি রেকর্ড শুরু করেছে।
এনসিবি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল, জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাব আছে এমন মামলার দায়িত্ব নিয়েছে তদন্ত দল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তাকে এখনকার দায়িত্ব থেকে অপসারণ করা হয়নি এবং এর বিপরীতে কোনো নির্দিষ্ট আদেশ জারি না হওয়া পর্যন্ত তারা প্রয়োজন অনুযায়ী তদন্তে সহযোগিতা করবেন।