অনলাইন ডেস্ক
আদালতে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সব রকম তথ্য উপস্থাপনের জন্য তিনি প্রস্তুত বলে গণমাধ্যমে জানিয়েছেন তার আইনজীবী। পিটের আইনজীবী অ্যান কিলি এক বিবৃতিতে বলেছেন, ‘ব্র্যাড প্রথমদিন থেকেই তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে অবগত আছেন। তিনি ব্যক্তিগত আক্রোশ এবং ভুলভাবে উপস্থাপনের শিকার হয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের। সন্তানদের দায়িত্বও ভাগাভাগি করে দিয়েছে আদালত। যদিও এর আগেও এই একই অভিযোগ অ্যাঞ্জেলিনা জোলি তুলেছিলেন। এর আগে এই অভিযোগ তোলার পরে এফবিআই এই বিষয়টির তদন্ত হাতে নেয়। তখন অ্যাঞ্জেলিনা জোলি বিষয়টি থেকে পিছিয়ে এসেছিলেন।
কিছুদিন আগেই জনপ্রিয় হলিউড অভিনেতা ব্র্যাড পিট এবং তার প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি একে অপরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন। অ্যাঞ্জেলিনা আদালতে দাবি করেছেন, ২০১৬ সালে ব্র্যাড বিমানের মধ্যে তাকে মারধর করেন। এমনকি তার সন্তানকে শ্বাস রোধ করে মেরে ফেলারও চেষ্টা করেন এই অভিনেতা।
এবার তার তোলা অভিযোগ সম্পর্কে ব্র্যাড পিটের আইনজীবীর বক্তব্য, ‘অ্যাঞ্জেলিনা জোলি বিভিন্ন সময় নিজের বক্তব্য বদল করছেন। আসলে তার কথার কোনো সঠিক ভিত্তি নেই। আদালতের রায় ব্রাডের পক্ষেই যাবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা