অনলাইন ডেস্ক
ভারত সরকার হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায় বাংলাদেশের বাজারে বেড়েছে দাম। দিনাজপুরের হিলিতে একরাতেই প্রতিকেজিতে ৮০টাকা ও বেনাপোলে দুই দিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে গেছে। গত শুক্রবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হলেও শনিবার বিক্রি হয়েছে ১৮০ টাকায়। যদিও পূর্বের এলসি করা পেঁয়াজ আগের মূল্যেই ভারত থেকে আমদানি হচ্ছে এখনও।
হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে ভারতীয় পেঁয়াজ নেই। তাই পণ্যের সংকট দেখা দিয়েছে, বেড়েছে দাম।
ক্রেতারা বলছেন, এভাবে পেঁয়াজের দাম বাড়লে কেনা অসম্ভব হয়ে পড়বে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্র“পের সভাপতি হারুণ উর রশিদ জানান, ভারত থেকে পেঁয়াজ না আসলে বাংলাদেশে দাম আরও বাড়ার আশঙ্কা রয়ে যায়। তাই ভারত সরকারের সাথে আলোচনার ভিত্তিতে আমদানি অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভারতে পেঁয়াজ সংকটের কারণে গত বৃহস্পতিবার সে দেশের সরকার আগামী ৩১শে মার্চ পর্যন্ত রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা