অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ দলটির এই কর্মসূচি ঘোষণা করেন। একইসঙ্গে গত ২৮ অক্টোবর থেকে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিলেরও আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা।
রিজভী আহমেদ এ সময় জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দলটির ২৭২ এর অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। মামলা হয়েছে ১৬টি। এসব মামলায় এক হাজারের বেশি আসামি করা হয়েছে।
এর আগে, একই সময়ে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চও। রিজভী আহমেদও সংবাদ সম্মেলনে জানান, তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সঙ্গীরা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে।
এর আগে, গত ২৯ অক্টোবর সারাদেশে তিনদিনের অবরোধ ডাকে বিএনপি। একদফা দাবি আদায়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানায়। ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ ডাকে বিএনপি। যা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার।
উল্লেখ্য, বিএনপি অবরোধ ডাকার একদিন পর জামায়াতও তাদের পুরনো জোটসঙ্গীর সঙ্গে মিল রেখে একই সময়ে অবরোধ কর্মসূচি দেয়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এই সমাবেশের পর সারাদেশে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। জামায়াতও তখন হরতালের মতো কর্মসূচি ঘোষণা করে একইদিনে। হরতালের পর দুই দলই অবরোধ কর্মসূচিতে যায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা