তাসকিনা ইয়াসমিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১১ নম্বর রুমে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এই রুমটিতে থাকত অমিত সাহা। তবে, সে রাতে সে তার রুমে ছিলনা। তার ফেসবুক একাউন্টে গিয়ে দেখা যায়, সে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করত এবং সে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন অনুগত। বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীতে অমিত সাহা তার ফেসবুক পোস্টে লিখেছে, এখনকার কাশ্মীমের অবস্থা দেখলে কিছুটা আঁচ করা যায় আমরা কতটা ভাগ্যবান ছিলাম। আর কি হারিয়েছি এই ১৫ আগস্টে। … হয়ত অনেক বছর পিছিয়ে গিয়েছি আমরা জাতি হিসেবে, তবে সেই সব পাপী পাক জারজরা তোমার আদর্শকে মুছতে পারেনি। সেই আদর্শকে সঙ্গী করে দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। অমিতের ফেসবুকে দেখা যায়, সে ছিল বুয়েট সাংবাদিক সমিতির সাংস্কৃতিক সম্পাদক। বুয়েট ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক। রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, বুয়েট জোনের সদস্য। সে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ বিদ্যালয় এবং ঢাকা নটরডেম কলেজের ছাত্র ছিল। ১৯ মার্চ অমিত একটি পোস্ট শেয়ার করেছে যেখানে একটি ভিডিও নিউজিল্যা-ের সন্ত্রাসী হামলায় মসজিদে স্ত্রীর নিহত হওয়ার পর এক ব্যক্তি বলেছে, আমি আমার স্ত্রীকে হারিয়েছি কিন্তু আমি খুনীকে ঘৃণা করিনা। এদিকে, বৃহস্পতিবার সকালে অমিত সাহাকে আটক করেছে ডিবি পুলিশ। এর আগে তার বন্ধুরা তাকে নিয়ে প্রথমে একটি ফেসবুক স্ট্যাটাস দেয়। সেখানে তারা বলে যে, অমিত সে রাতে সেই রুমে ছিলনা। পরে, তারা আবার অমিতের একটি ফেসবুক ম্যাসেজের সূত্র ধরে আগের পোস্টটি প্রত্যাহার করে নিয়েছে। বুয়েটের অন্য শিক্ষার্থীরা অমিতের রুমে ডেকে নিয়ে এর আগেও নির্যাতনের কথা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে। আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছে বুয়েটের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানেও প্রতিবাদ হচ্ছে।গত ৬ অক্টোবর শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে লেখাপড়া করছিল বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। এসময় ফেসবুকের একটি পোস্টের জেরে তাকে ডেকে নিয়ে তিনদফা নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর অনেকটা বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা