পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনিকে স্বীকৃতি জানিয়েছেন।
এক টুইটবার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইমরান খান বলেছেন, আমরা আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। খবর টলো নিউজের।
পাকিস্তান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং শান্তির জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আশরাফ গনি। একই সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহও প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির শপথ অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে। সেখানে মার্কিন সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের পাশাপাশি ন্যাটোর সেনা কমান্ডাররাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহও বিশাল আয়োজন করে শপথ নিয়েছেন রাজধানীর অন্য এক স্থানে।
আবদুল্লাহ আবদুল্লাহ বর্তমানে দেশের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পক্ষেও দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকের সমর্থন রয়েছে।
গত নির্বাচনে অতীতের মতো আবদুল্লাহ আবদুল্লাহও প্রার্থী হয়েছিলেন এবং নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন।
আফগানিস্তানের নির্বাচন কমিশন গত ১৮ ফেব্রুয়ারি নির্বাচনে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করেছে। এর পরই আবদুল্লাহ আবদুল্লাহ ওই ফল প্রত্যাখ্যান করে বলেন, নির্বাচনে তিনিই বিজয়ী হয়েছেন, তিনিই নির্বাচিত প্রেসিডেন্ট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা