অনলাইন ডেস্ক
বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের কামদেশ এলাকায় প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
বন্যাকবলিত এলাকাটি বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে। সেখানে সরকারি উদ্ধারকর্মীদের পাঠানোর বিষয়ে আলোচনা হচ্ছে।
স্বাভাবিক সময়েই এলাকাটিতে প্রবেশ বেশ দুরূহ। এখন সংঘর্ষ ও বন্যার কারণে সেখানে পৌঁছানো আরও কঠিন হয়ে গেছে।
তালেবান জানিয়েছে, তারা ঘটনাস্থলে নিজস্ব উদ্ধারকর্মীদের পাঠিয়েছে। ৬২ হাজার ডলার সমমূল্যের ত্রাণ সহায়তারও আশ্বাস দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
তবে তালেবানের কর্মীরা এত বড় বিপর্যয় মোকাবিলায় কতটা দক্ষ এবং তাদের কী পরিমাণ উদ্ধার সরঞ্জাম রয়েছে তা পরিষ্কার নয়।
আফগানিস্তানে বন্যায় প্রাণহানি নতুন কিছু নয়। সেখানে প্রায় প্রতিবছরই বন্যায় বহু মানুষ মারা যায়। সাধারণত নিষ্কাশনব্যবস্থা উন্নত না হওয়ায় এমন বন্যা হয়ে থাকে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের বাড়িগুলো সুনির্মিত না হওয়ায় ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি থাকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা