অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেলেও ম্যাচে কিছু দুঃসহ স্মৃতি ভারতের সঙ্গী হয়েছে। মাত্র ২ রানের মধ্যে ৩ উইকেট হারানোর ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছিল দলটি। সেখান থেকে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দূর্দান্ত ব্যাটিং ভারতকে উদ্ধার করেছিল। ওপেনিংয়ে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে শুভমানের গিলের অনুপস্থিতি প্রকট হয়ে দেখা দিয়েছিল। অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি গিল। আজকের ম্যাচেও তার খেলার কোনো সম্ভাবনা নেই। ফলে তাকে বাদ দিয়েই মাঠে নামতে হচ্ছে। সম্ভবত প্রথম ম্যাচের দলটা অপরিবতির্ত থাকবে এ ম্যাচে।
ভারত প্রথম ম্যাচে যেভাবে খেলেছে তাতে ব্যাটিং নিয়ে তাদের দুঃশ্চিন্তার খুব একটা কারণ নেই। কোহলি, লোকেশ রাহুল রান পেয়েছেন। এবার রোহিত শর্মার পালা। আজকের ম্যাচে ব্যাটিং ভালো হলে ব্যাটিং নিয়ে যে দুঃশ্চিন্তা তার দূর হয়ে যাবে। অন্যদিকে বোলিং নিয়ে ভারত অনেকটা নির্ভার। এতটাই নির্ভার যে মোহাম্মদ শামির মতো বোলারকে রিজার্জ বেঞ্চে বসে থাকতে হচ্ছে।
শুরুটা ভালো করতে পারেননি আফগানিস্তান। ব্যাটিং বোলিং উভয় বিভাগে ছন্নছাড়া অবস্থা ছিল তাদের। এবার ঘুরে দাঁড়ানোর পালা। আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে আফগানিস্তানের সামনের পথটা বড্ড কঠিন হয়ে পড়বে। ভারত শক্তিশালী দল। তবে ক্রিকেট বলে কথা। যে কোনো দিন যে কোনো দলের হতেই পারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা