অনলাইন ডেস্ক
মন্ত্রণালয় ভবনের বাইরে থেকে করা ভিডিও অনুসারে, নারীবিষয়ক মন্ত্রণালয়ের নারী কর্মীরা বলছিলেন, তাঁরা কয়েক সপ্তাহ ধরে কাজে আসার চেষ্টা করছিলেন। কিন্তু, প্রতিবারই তাঁদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের এক নারীকর্মী জানান, গত বৃহস্পতিবার মন্ত্রণালয় ভবনের গেটগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
আরেক নারীকর্মী বলেন, ‘আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মন্ত্রণালয়ই যখন নেই, সে ক্ষেত্রে একজন আফগান নারীর কী করা উচিত?’
উল্লেখ্য যে, আফগানিস্তানে পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয় আগেও ছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল তালেবানের প্রথম শাসনামলে এ মন্ত্রণালয় দেশজুড়ে কুখ্যাত নীতি পুলিশ মোতায়েন করে। এ মন্ত্রণালয় আফগানিস্তানে কঠোর ধর্মীয় বিধিনিষেধ জারি ও তা পালন করে নাগরিকদের বাধ্য করে। মানুষের দৈনন্দিন জীবনযাপনে শরিয়া আইন পুঙ্খানুপুঙ্খ পালনে মন্ত্রণালয়টি সরাসরি হস্তক্ষেপ করে থাকে।
মার্কিন সেনা প্রত্যাহারের পর বিশৃঙ্খলার মধ্য দিয়ে গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তালেবান। গত ৭ সেপ্টেম্বর তালেবানঘোষিত মন্ত্রিসভায় পুণ্যের প্রচার এবং পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের দায়িত্বে একজন ভারপ্রাপ্ত মন্ত্রীকে রাখা হয়। তবে, মন্ত্রিসভায় কোনো নারী বিষয়ক মন্ত্রীর কথা উল্লেখ করা হয়নি। তবে, নারীবিষয়ক মন্ত্রণালয় বাদ দেওয়ার বিষয়টিও সে সময় নিশ্চিত করেনি তালেবান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা