অনলাইন ডেস্ক
তথ্য জালিয়াতির অভিযোগ তুলে ইকুয়েডরকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য চিলির আবেদন খারিজ করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’। তাদের এই রায়ে বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা রইলো না ইকুয়েডরের। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বায়রন কাস্তিলোকে বিশ্বকাপ বাছাইয়ে খেলানোর ব্যাপারে ইকুয়েডরের কোনো তথ্য জালিয়াতির প্রমাণ পায়নি তারা।
চিলির অভিযোগ, কাস্তিলো মূলত কলম্বিয়ান নাগরিক এবং ইকুয়েডরের হয়ে খেলার জন্য যে শর্তপূরণ করতে হতো তা করা হয়নি। শুধু তাই নয়, দেশ বদলে ইকুয়েডরের হয়ে খেলার জন্য জন্মতারিখসহ আরও অনেক তথ্য জালিয়াতির জোরালো অভিযোগ করে আসছিল চিলি।
গত জুনে এই অভিযোগের পর তা খারিজ করে ফিফার কমিটি। তবু দমে যায়নি চিলি। নতুন তথ্যপ্রমাণ নিয়ে আবারও আবেদন করে। তবে তাদের দাখিলকৃত তথ্য-প্রমাণ এবারও আমলে নেয়নি ফিফা। বাছাইয়ে লাতিন অঞ্চল থেকে চতুর্থ হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে ইকুয়েডর। যেখানে সপ্তম হওয়ায় এবারের বিশ্বকাপে খেলা হবে না চিলির।
আরোও পড়তে পারেন : ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান