অনলাইন ডেস্ক
এর আগে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা পরিচালকের পদত্যাগের দাবীতে কর্মবিরতিতে নামেন বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
গতকাল শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। এসময় তারা চার দফা দাবিতে এই কর্মবিরতি শুরু করেন।
এসময় হামলাকারীদের গ্রেপ্তার, কর্মক্ষেত্রে চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তা, রোগীর চিকিৎসায় বেড অনুযায়ী ভর্তির ব্যবস্থা এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত আট বছর বয়সী জুনায়েদকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। পরে স্বজনরা চিকিৎসকদের ওপর হামলা করে।
এ ঘটনায় হাসপাতালের পক্ষে মামলা করা হয়েছে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা