অনলাইন ডেস্ক
উদানার অবসরের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ড জানায়, ‘শ্রীলঙ্কার ক্রিকেটার ইসুরু উদানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে লঙ্কান ক্রিকেটকে অবহিত করেছেন।’
উদানা শ্রীলঙ্কার হয়ে ২১টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই দুই ফরম্যাটে যথাক্রমে উইকেট নিয়েছেন ১৮ ও ২৭টি। শ্রীলঙ্কার হয়ে কখনো সাদা পোশাকের ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে উদানার অভিষেক হয়। ওই টুর্নামেন্টের ফাইনালেও খেলেন তিনি। এরপর ২০১২ সালে তার ওয়ানডে অভিষেক হয়।
বিদায় বেলায় উদানা জানিয়েছেন, ‘আমার বিশ্বাস এখন সময় হয়েছে তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করে দেয়ার। এটা অনেক গর্ব এবং আবেগের যে প্রতিশ্রুতি নিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছি এটা কখনই ভোলার নয়।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা