অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কা ক্রিকেটে এখন গুঞ্জন চলছে, সিনিয়রদের না রেখেই তরুণদের নিয়ে ভবিষ্যৎ ওয়ানডে দল গঠনের কথা ভাবছে এসএলসি। গুঞ্জনটা কানে আসতেই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছরের তারকা ক্রিকেটার থিসারা পেরেরা।
পেরেরাকে সবশেষ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা গেছে চলতি বছরের মার্চে। এখন পর্যন্ত লংকানদের হয়ে ৬টি টেস্ট, ১৬৬টি ওয়ানডে এবং ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
টেস্টে ব্যাট হাতে ২০৩ রান আর বল হাতে নিয়েছেন ১১টি উইকেট, ওয়ানডেতে ২হাজার ৩৩৮ রান ও ১৭৫টি উইকেট আর টি-টোয়েন্টিতে ১হাজার ২০৪ রান ও ৫১টি উইকেট রয়েছে পেরেরার। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল এই অলরাউন্ডারের। সামনের বিশ্বকাপেও তাকে নিয়েই পরিকল্পনা সাজানোর কথা ছিল লংকানদের।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১১২.০৮ স্ট্রাইকরেটের মালিক থিসারা পেরেরা। শেষদিকে নেমে ঝড়ো ইনিংস খেলার জন্যই বিশেষ পরিচিত তিনি। এখন অবসর নেয়ায় সমাপ্তি ঘটল পেরেরার ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের। ২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১০ সালের মে মাসে টি-টোয়েন্টি এবং পরের বছর হয় টেস্ট অভিষেক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা