আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সাথে চ্যাম্পিয়ন লালমাটিয়া মহিলা কলেজ ও রানারআপ সরকারি বাঙলা কলেজের বিতার্কিকদের ট্রফি হাতে দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আজ (২৭ ডিসেম্বর শুক্রবার) সকাল ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ নিয়ে ছায়া সংসদের আদলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান।
মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে নিরাপদ অভিবাসন নিয়ে এই সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বক্তব্য প্রদান করেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লালমাটিয়া মহিলা কলেজ ও রানারআপ হওয়ার গৌরভ অর্জন করে সরকারি বাঙলা কলেজ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার হিসেবে অতিথিরা ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা