অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম শনিবার রাত পৌনে ১ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মাস ধরে হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে ১টায় সিএমএইচে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর তাপস কান্তি বল। অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মৃত্যুকালে স্ত্রী অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেয়াদ আল মালুম গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। এ কদিন সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
২০১০ সাল থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর মামলার বিচারে তার অবদান ছিল উল্লেখযোগ্য।