অনলাইন ডেস্ক
এতদিন প্রেমের বিষয়টি এড়িয়ে গেছেন সময়ের আলোচিত এ দুই তারকা। মুখে কুলুপ এটে রেখেছিলেন দুজনেই। কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। তবে এবার নতুন করে এই ছবি সামনে আসার পর এ বিষয়ে কথা বললেন মেহজাবিন চৌধুরী। প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও মেহজাবিন বলেন, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে আলাপ করতেও ইচ্ছুকও না বলেও জানান হালের ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।
ইনস্টাগ্রামে আপলোড হওয়া ছবিটিতে দেখা যায়, সমুদ্রের ধারে কোনো এক হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে আছেন তারা। বুঝা যাচ্ছে, একে অপরকে জড়িয়ে সমুদ্র কুলের প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করছেন। সেই মুহূর্তই ক্যামেরায় বন্দি করে নিয়েছেন তারা। আর ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।
এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে প্রেমিক আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখা যায় মেহজাবিনকে। রাজীবকে বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন এ অভিনেত্রী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা