অনলাইন ডেস্ক
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায়ও এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল টাইগার অধিনায়ককে। তবে ব্যক্তিগত রেকর্ড কিংবা ম্যাচ সেরা পারফরমেন্সের দিকে না গিয়ে সাকিব কথা বলেছেন তার দল নিয়ে। জানান, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া অবশ্যই দারুণ ব্যাপার। এরপরই দলীয় পারফরমেন্স নিয়ে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, এই ম্যাচেও আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা ছিল। এবং, সেটাও বাস্তবায়িত হয়েছে। আমরা আলোচনা করেছি যে, আমাদের ক্রিকেট হতে হবে আক্রমণাত্মক। আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলে পরিণত হতে। ভাগ্যগুণে, সেটাই হয়েছে।
টাইগার অধিনায়ক সাকিব আরও বলেন, যখন ব্যাট করছিলাম আর টেকটর বল করছিল, দেখেছিলাম যে বল ঘুরছে, গ্রিপও করছে। মনে হয়েছিল, উইকেটে বোলারদের জন্য সুবিধা আছে। তাই স্পিনারদের দিয়ে আক্রমণের কথা ভেবেছি। যদি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে খেলতে যাই এবং ২-০’তে পিছিয়ে পড়ি, তারা অবশ্যই ৩-০ করার জন্যই শেষ ম্যাচে নামবে। আমাদেরও তেমন হতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না। আমরা হয়তো শেষ ম্যাচে নতুন খেলোয়াড়দের দেখার চেষ্টা করতে পারি। তবে সবাই রান করার ও উইকিএট পাওয়ার জন্য একই রকমের ক্ষুধার্ত থাকবে, তেমনটাই আশা করবো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা