অনলাইন ডেস্ক
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ ওই কিশোরের আত্মগোপনের বিষয়টি নিশ্চিত করেছেন।সাকিব শেখ ফরিদপুর শহরের উত্তর বিল মাহমুদপুর এলাকার বাসিন্দা নাছরিন আক্তারের বড় ছেলে। তার বাবা সবুজ শেখ স্ত্রী ও সন্তানদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে মা নাছরিন মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত দেড়টার দিকে সাকিব ফরিদপুর শহরের আলীপুর মোড়ের পাঁচতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া শেষ করে আর বাড়ি ফিরে যায়নি। এ ঘটনায় গত ১৫ অক্টোবর কিশোরের মা নাছরিন আক্তার ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরে তিনি ওই হোটেল মালিক লিয়াকত হোসেন ওরফে লিটন (৪০), হোটেলের কর্মচারী মান্না ও ছিদ্দিক এবং সামনের চায়ের দোকানের মালিক মনার ছেলে রনি তালুকদারকে (১৮) আসামি করে গত ১৬ নভেম্বর ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপহরণ মামলা করেন।গত ২২ নভেম্বর পুলিশ হোটেল মালিক লিয়াকত হোসেন এবং চায়ের দোকানদার রনি তালুকদারকে গ্রেপ্তার করে। এক দিন জেলে থাকার পর গত ২৩ নভেম্বর লিয়াকত হোসেন এবং ১৫ দিন পর গত ৭ ডিসেম্বর রনি তালুকদার জামিনে মুক্তি পান।হোটেল মালিক বলেন, গত ২২ নভেম্বর বিকেল ৩টার দিকে দুই পুলিশ সদস্য সাদা পোশাকে হোটেলে এসে চূড়ান্ত অপদস্ত করে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই ছেলে নিজের ইচ্ছাতেই আত্মগোপনে ছিল। এখন তো প্রমাণ হলো এসব কাজে আমি জড়িত ছিলাম না।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ওই কিশোর গত রোববার একটি নাম্বার থেকে তার মায়ের মুঠোফোনে কথা বলে। এই তথ্য জানার পর ওই মােবাইলের সূত্র ধরে পাঁচতারা হোটেল মালিকের সহায়তায় মাদারীপুর সদরের ইটেরকুল নামক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর সাকিব জানায়, সে নিখোঁজ হয়নি। এক অটোচালক কাজ দেওয়ার কথা বলে তাকে ফরিদপুর থেকে খুলনা নিয়ে গিয়েছিল। সেখান থেকে কখনও যশোর কখনও গোপালগঞ্জ এবং সবশেষে সে মাদারীপুরে কাজ করে। সেখানে সে টিউবয়েলের পাইপ পাইলিং এর কাজ করতো।এ মামলায় ১৫ দিন জেলে থাকা রনি তালুকদারের বাবা মনা মিয়া ঢাকা পোস্টকে বলেন, সাকিব নিখোঁজ হমামলায় রনিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জামিন করাতে আমাদের হয়রানির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমাদের আর্থিক অবস্থাও ভালো না। এখন এর ক্ষতিপূরণ কে দেবে?
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা