সবচেয়ে বড় পরিসরে ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দিনভর ভোটগ্রহণ শেষে এখন চলছে ফলাফল ঘোষণা। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা ৪৭৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ২৩৫২৩৪ এবং ধানের শীষ প্রতীকে তাবিথ আওয়াল ১৪৬৩৫৫ ভোট।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ডিএনসিসি নির্বাচনে ১৩১৮ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। শেষ হয় বিকেল ৪টায়। এরপর শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্রে আসতে থাকে ফলাফল।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তা ঘোষণা করছেন। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হওয়ায় খুবই দ্রুতই ফলাফল ঘোষণা করা সম্ভব হচ্ছে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা।
ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। মোট ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সিটিতে মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট পেয়েছেন। এ সিটিতে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট। সে হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন তাপস। বিকেল ৫টার দিক থেকে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
এ সময় আব্দুল বাতেন বলেন, কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। এটা ইতিহাসে প্রথম। ট্যাবের মাধ্যমে অনলাইনে ভোটের ফলাফল আসছে।
তিনি জানান, ২৩ হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করেছেন।
এখন পর্যন্ত পাওয়া ফলাফলে অন্য প্রাথীদের মধ্যে জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছে চার হাজার ৭৭২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট।
এই পদে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ‘ডাব’ এবং গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ‘মাছ’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা