রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক ১১০ কিশোর-তরুণের মধ্যে সাতজন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ। তিনি বলেন, “ওই সাতজনের বিরুদ্ধে আগের কিছু অভিযোগ রয়েছে পুলিশের কাছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে ওই ১১০ জনকে আটক করে পুলিশ।
ওসি আব্দুর রশিদ জানান, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে যাচাই করে তাদের মধ্যে ১০৩ জনের বিরুদ্ধে পুরনো কোনো অভিযাগ পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যদের ডেকে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে।
বাকি সাতজনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এদের চারজনের বিরুদ্ধে আগে মামলাও হয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন, “তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা