অনলাইন ডেস্ক
গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করার পর ফখরুল ও খসরুর আইনজীবীরা এই কথা জানান।
এই দুই নেতার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, মির্জা ফখরুল ও আমীর খসরু সব মামলায় জামিন পেয়েছেন। তাদের কারামুক্তিতে বাধা নেই। তাদের জামিননামা দাখিল করা হয়েছে। আশা করি, আজ তারা কারাগার থেকে মুক্ত হতে পারবেন।
এর আগে গত ২৮শে অক্টোবরের মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার আটটি ও রমনা মডেল থানায় তিনটি মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গত ২৯শে অক্টোবর গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে। প্রায় তিন মাস পর তিনি ১০ মামলায় জামিন পান। তবে তার মুক্তি আটকে ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলায় রমনা মডেল থানায় দায়ের মামলায়। গতকাল সেটিতেও জামিন পান তিনি।
আর আমীর খসরুও ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় কারাগারে আটকে ছিলেন। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গত ৩ নভেম্বর আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৭ই জানুয়ারি আসামিপক্ষের আবেদনের পর রমনা ও পল্টন থানার আট মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা