অনলাইন ডেস্ক
মহাঅষ্টমী শেষে আগামীকাল বৃহস্পতিবার মহানবমী ও শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে। এদিকে গতকাল মহাসপ্তমীতে প্রভাতে নবপত্রিকা প্রবেশ ও ঢাকঢোল কাঁসর বাজিয়ে দেবী দুর্গার সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়।
গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে করোনার নির্দেশনা অনুসরণ করে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পালন করা হয়। পূজা শুরু হয় সকাল ৬টা ৪৫ মিনিটে। পূজা শেষে হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণ করতে করতে দেবীর পায়ে এবার পূজার প্রথম অঞ্জলি দেন। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনিতে দেবীর আরাধনা করা হয়। দুপুরে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে ভক্ত ও দর্শনার্থীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা পূজা পরিদর্শন করেন।
পঞ্জিকা অনুযায়ী, আজ সকাল ৬টা ৪৫ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাঅষ্টম্যাদি বিহিত পূজা শুরু হবে। এদিন সকাল ৮টা ১৪ মিনিট থেকে ৯টা ২ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপুজা অনুষ্ঠিত হয়। এছাড়া মহাঅষ্টমীতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। দেবী পুরাণে কুমারী পূজার সুষ্পষ্ট উল্লেখ রয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনসহ কয়েকটি স্থানে প্রতিবছর কুমারী পূজা অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের কারণে গত বছরের মতো এবছর কুমারী পূজা হচ্ছে না। তবে সিলেটের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে কুমারী পূজা হবে।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার গণমাধ্যমকে বলেছেন, করোনা পরিস্থিতি যদিও অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু সতর্কতা হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠান থেকে বিরত থাকতে বলা হয়েছে। রামকৃষ্ণ মিশন ও মঠে এবার কুমারী পূজা হচ্ছে না।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা