অনলাইন ডেস্ক
তিনি ১৯৭৬ সালের ২৬ ফেব্রুয়ারি দূর্বুত্তদের হামলায় নিহত হন। এ উপলক্ষ্যে আজ প্রয়াতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার বীরআহাম্মদপুর গ্রামের নিজ বাড়িতে বেলা- ২টার সময় মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। আবদুর রশীদ তারা মাস্টার, হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলতে নরসিংদী-নারায়নগঞ্জ জেলার আশেপাশে ছাত্রদের মাঝে সংগ্রামী ভূমিকা পালন করেন।
১৯৪২ সালের ১ নভেম্বর নরসিংদী জেলার মনোহরদী থানার বীর আহম্মদপুর গ্রামের এক সম্ভ্যান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুর রশীদ ওরফে তারা মাস্টার। তার বাবার নাম আবদুস ছোবান ও মায়ের নাম আকিমুন্নেছা। নরসিংদী কলেজে পড়ার সময়ই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং যুক্ত হন ছাত্র ইউনিয়নের সাথে।
১৯৬০ সালে নরসিংদী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে নানা কর্মসূচিতে অংশ নেন আবদুর রশীদ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন ঢাকা জেলার একজন অন্যতম প্রধান সংগঠক হিসাবে তার নেতৃতত্বে নরসিংদী সদরসহ মনোহরদী, বেলাব, রায়পুরা, পলাশ ও শিবপুরের আশপাশের থানাগুলো যথাক্রমে কাপাসিয়া, পাকুন্দিয়া, কটিয়াদি ও বাজিতপুরে বিশাল গেরিলা বাহিনী গড়ে ওঠে। ওইসব এলাকায় মুক্তিবাহনী ও পাক সেনাদের মধ্যকার ১৭টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় তারা মাস্টার। যুদ্ধের পর রাজনীতিতে নিজের অবস্থার আরও সুদৃঢ় করেন এই মুক্তিযোদ্ধাে এবং সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরিস্থিতির কারণে পরাজয় মেনে নিতে বাধ্য হন তারা মাস্টার। পরবর্তীতে একটি কুচক্রী মহলের নীলনকশার শিকার হয়ে রক্ষীবাহনীর হাতে গ্রেপ্তারের পর জঘন্য নির্যাতনের শিকার হন তিনি। কিন্তু ওই এলাকার জনতা তার মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় রক্ষীবাহিনী প্রশাসন। কিন্তু রক্ষীবাহিনীর হাত থেকে সাময়িকভাবে রক্ষা পেলেও খুব বেশিদিন বেঁচে থাকা সম্ভব হয়নি তার পক্ষে।
১৯৭৬ সালের ২৬ ফেব্রুয়ারি ষড়যন্ত্রকারীদের হাতে নির্মমভাবে খুন হন আবদুর রশিদ। তার হত্যা মামলার সুষ্ঠ বিচারের স্বার্থে বিশেষ আদালত গঠন করে বাংলাদেশ সরকার। সাক্ষী প্রমাণের ভিত্তিতে পাঁচ জনকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। এভাবে মাত্র ৩৪ বছর বয়সে একজন বীর মুক্তিযোদ্ধা, সৎ দেশপ্রেমিক, মহান শিক্ষক ও জনদরদী নেতাকে হারায় এলাকাবাসী। আজ তার ৪৬তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করছি।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা