অনলাইন ডেস্ক
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর নেতাজির মূর্তি উন্মোচনের সঙ্গেই উদ্বোধন করা হবে ৪৭৭ কোটি টাকা খরচ করে ইন্ডিয়া গেট সংলগ্ন সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের অংশের। প্রায় ২০ মাস বন্ধ থাকার পর ৯ সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের খুলে দেওয়া হবে ওই অংশ। এ বছেরর ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেটে মহান স্বাধীনতা সংগ্রামীর হলোগ্রাম মূর্তি উন্মোচন করেন। ইন্ডিয়া গেটে নেতাজীর একটি গ্রানাইট মূর্তি স্থাপন করা হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু সেই মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত নেতাজীর হলোগ্রাম মূর্তি ওই জায়গায় থাকবে বলে সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী মোদি এনিয়ে ট্যুইট করে বলেছিলেন, “যে সময়ে গোটা দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করতে চলেছে, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দেশে গ্রানাইট দিয়ে তৈরি তাঁর একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। এটা হবে নেতাজির প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক।” অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘নেতাজি বসুর বিশাল মূর্তি নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত একই জায়গায় তাঁর একটি হলোগ্রাম মূর্তি থাকবে। আমি ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে হলোগ্রাম মূর্তি উন্মোচন করব।”
ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের মূর্তি যেখানে স্থাপন করা হয়েছিল, সেখানে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপন করার সরকারের সিদ্ধান্তে আপামর নেতাজী অনুরাগীরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। বিশেষ করে ব্রিটেনের রাজার মূর্তির স্থানে নেতাজীর মূর্তি প্রতিস্থাপনে ইতিহাসে নেতাজীর নাম আরও একবার উজ্জ্বল হয়ে উঠলো।
যোগ দিচ্ছেন বাংলাদেশের নেতাজী গবেষক আশরাফুল ইসলামও নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ জন্মবার্ষিকী উদযাপনে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হাই-লেভেল কমিটির সদস্য এবং নিউজ পোর্টা বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম নেতাজীর ভাস্কর্য উন্মোচনের আনুষ্ঠানিকতায় যোগ দিচ্ছেন। দিল্লিতে এই অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আমন্ত্রণে বুধবার ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সাংবাদিক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম গত দেড় দশক ধরে নেতাজীর মহান আদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। এলক্ষ্যে তিনি ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর নেতাজী সুভাষ আইডিওলজি (আইসিএনএসআই)।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা