অনলাইন ডেস্ক
বিদ্যুতের উৎপাদনে গ্যাসের চাহিদার পরিপ্রেক্ষিতে আজ রবিবার থেকে প্রতিদিন ৪ ঘণ্টা বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী আড়াই থেকে তিন মাসের মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নতি হওয়ার পর এই রেশনিং বন্ধ করা হবে।
গত বুধবার সরকারের পক্ষ থেকে দৈনিক চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ওই সময় জানানো হয়, পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে হলে পর্যাপ্ত গ্যাসের প্রয়োজন রয়েছে।
পরে এ সিদ্ধান্তের বিরোধিতা করে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন ছয় ঘণ্টার বদলে দৈনিক তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেয়। এ প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গ্যাসসংকট নিরসনে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।