অনলাইন ডেস্ক
একসময় লিওনেল মেসি আর বার্সেলোনা ছিল সমার্থক শব্দ। কেউ হয়তো ভাবতেও পারেননি অন্য কোন ক্লাবে খেলতে চাইবেন আর্জেন্টাইন কিংবদন্তী। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। মেসি হয়তো বার্সার ইতিহাসে সেরা খেলোয়াড়, ঘরের ছেলে বা কিংবদন্তী হতে পারেন, তবে এক অর্থে সত্য হলো ছয়বারের বর্ষসেরা ফুটবল আর এখন ক্লাবটির কেউ নন।
এখন থেকে ঠিক ৭৫০৪ দিন পূর্বে একটি ন্যাপকিন পেপারে চুক্তির মাধ্যমে বার্সেলোনায় যোগ দেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এরপর থেকেই মেসি বার্সার, বার্সা মেসির। দীর্ঘ এই সময়ে সাত-সমুদ্র তেরো নদী পেরিয়ে গেছে জল। পৃথিবীতে লক্ষ্য কোটি চুক্তি হয়েছে, হয়তবা ভেঙেও গেছে। কিন্তু মেসি-বার্সার লাল-নীল সম্পর্ক এক বিস্ময় হয়ে টিকে ছিল পারস্পরিক আস্থার সংকটে ভোগা এই বর্তমান পৃথিবীতে। বিশ্বের নামীদামী সব ক্লাবের ব্লাংক চেক, হৃদয় উজার করা ভালোবাসা কোনো কিছুই সেই ন্যাপকিন পেপারে সৃষ্ট লাল-নীল সম্পর্কে সামান্যতম চিড় ধরাতে পারেনি। ২০ বছর পর এসে নিরবে-নিভৃতে শেষ হয়ে গেল সেই সম্পর্কটা। এখন আর মেসি বার্সার কেউ নন, বার্সাও কেউ নয় মেসির। নতুন করে চুক্তি হওয়ার আগ পর্যন্ত উন্মুক্ত মেসি। মেসি এখন শুধুই আর্জেন্টিনার।
মেসি এখন ‘ফ্রি’। চাইলেই যেকোনো দলেই খেলতে পারবেন তিনি। তাকে পেতে আকাশচুম্বি ট্রান্সফার ফিও গুণতে হবে না কোনো ক্লাবকে। মেসির চুক্তি নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ঋণ রয়েছে প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালে শেষ বার সই করেছিলেন মেসি। সেই চুক্তি শেষ হয়েছে বুধবার।
তবে মেসিকে বার্সায় রেখে দিতে সব ধরণের প্রচেষ্টাই চালাচ্ছে দলটির কতৃপক্ষ। কিছুদিন আগেই বার্সায় যোগ দেওয়া সার্জিও আগুয়েরোকে দায়িত্ব দেওয়া হয়েছে মেসিকে আটকানোর।
ক্লাবের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ৩০ জুনের আগে নবায়ন করতে পারেনি বার্সেলোনা। লাপোর্তা ও মেসির বাবার সম্পর্ক যেহেতু ভালো, তাই নতুন চুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, শিগগিরই দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে। যদিও সেই অবস্থানে যাওয়ার প্রক্রিয়া এখনও সেরকম জোরদার নয়।
মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাওয়ায় অনেক কিছুই থেমে আছে। বার্সেলোনা ভক্তরা যেমন উৎকণ্ঠায় আছেন, তেমনি স্পন্সর প্রতিষ্ঠানগুলোও নীরব। এখন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নীল-মেরুন জার্সিতে থাকবেন নাকি থাকবেন না, সেই দিকে নজর রাখছে অনেক স্পন্সর। যেমন নাইকি নতুন মৌসুমের জার্সির প্রচারণার জন্য বিজ্ঞাপনের কাজ করতে পারছে না।
এসব জটিলতার সমাধান শিগগিরই হয়ে যাবে বলে আশা বার্সেলোনার। তবে আপাতত তাদের কোথাও মেসিকে রাখার সুযোগ নেই। কাগজ-কলমের সম্পর্ক যে শেষ হয়ে গেছে মেসি-বার্সার!