অনলাইন ডেস্ক
চাটার্ড বিমানে চেপেই উইন্ডিজ সফর শেষে বাংলাদেশ এসেছিল অস্ট্রেলিয়া। উইন্ডিজ-বাংলাদেশ সফর মিলে দেশটির নাকি খরচ হয়েছিল প্রায় ২৪ কোটি টাকা! তাদের প্রতিবেশি নিউজিল্যান্ড অবশ্য সে পথে হাঁটেনি। তারা ঢাকা আসছে চাটার্ড প্লেন না, বাণিজ্যিক বিমানেই।
প্রায় ২১ জনের কিউই বহর ঢাকায় পা রাখবে আজ মঙ্গলবার দুপুরে। আর দুজন আছেন আগে থেকেই। সোমবার রাত থেকেই অবশ্য পুরো ইন্টারকন্টিনেন্টাল হোটেল চলে যাচ্ছে বায়োবাবলের মাঝে। পাঁচ তারকা এই হোটেলে অবশ্য অস্ট্রেলিয়া সফরের সকল নিয়মই মানা হচ্ছে। চারদিন আগে ঢাকা এসেও হোটেলের রুম থেকে বের হতে পারেননি কিউই তিন পর্যবেক্ষক। রাত থেকে তারা ঘুড়ে দেখার সুযোগ পাবেন হোটেলের বায়োবাবল সিস্টেম।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সবাই ২৪, ২৫ এবং ২৬ তারিখ রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে। এই তিনদিনে দু’দফায় টেস্ট হবে। এই টেস্টের রিপোর্টের ভিত্তিতে ২৭ তারিখে সবাই বায়োবাবলের বাইরে আসতে পারবেন। তারপর তাদের প্র্যাক্টিস এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবেন।
কিউই দলের পর মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা আসবেন সাকিব আল হাসান। আসার কথা রঙ্গনা হেরাথসহ বাকি কোচিং স্টাফের। তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে সবারই। অন্যরা অবশ্য দিনের বেলাতেই চেক ইন করবেন হোটেলে। এর জন্য অবশ্য প্রায় ৪০ জনের করোনা টেস্ট করিয়েছে বিসিবি। আগের বারের মতো এবারও প্রকাশ করা হবে না সেই পরীক্ষার ফল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা