জরায়ু মুখে ক্যান্সার সচেনতনায় আয়োজন। (পুরনো ছবি)।
শনিবার ( ১১ জানুয়ারি) দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জরায়ু মুখের ক্যানসার সচেতনতা দিবস।
জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার ‘মার্চ ফর মাদার’ নামের মোর্চার উদ্যোগে এই দিবসটি পালিত হয়।
এ ছাড়া পুরো জানুয়ারি মাস বিশ্বে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে উদযাপিত হয়।
এ বছর এ উপলক্ষে মাসব্যাপি কর্মসূচী নেয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টারস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে চাই সামাজিক আন্দোলন’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দেশের খ্যাতনামা স্ত্রীরোগ, ক্যান্সার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ এই আলোচনায় অংশ নেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্যঃ আপনার কণ্যা সন্তানকে এইচপিভি টিকা দিন।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার- আইএআরসি’র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে নারী ক্যান্সার রোগীদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই জরায়ু মুখের ক্যান্সারের অবস্থান।
প্রতিবছর এই ক্যান্সারে ৮ হাজার ৬৮ জন নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন, নারী ক্যান্সার রোগীর প্রায় ১২ ভাগ। মারা যান ৫ হাজার ২১৪ জন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা