অনলাইন ডেস্ক
এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে বলে নয়, সবমিলিয়ে এবারই প্রথম ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সুযোগ পেয়েছে টাইগাররা।
সব মিলে বাংলাদেশ এ পর্যন্ত ১০টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। যার তিনটি সিরিজ ছিল এক ম্যাচের। ২টি দুই ম্যাচের, ৩টি তিন ম্যাচের বাকি ২টি সিরিজ ছিল ৫ ম্যাচের। ২ ম্যাচের দুটি সিরিজের দুটিতেই ২-০তে জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচের তিন সিরিজের মধ্যে মাত্র একটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তি মিলিছে। সেই জয়টা ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, আয়ারল্যান্ডের মাটিতে। ৫ ম্যাচের দুই সিরিজের মধ্যে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই দুটি কীর্তিই ছিল নিজেদের ঘরের মাঠে। আজ সেই ঘরের মাঠেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা