অনলাইন ডেস্ক
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককেই এভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২০ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়। তাতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ভারতে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের বিষয়েও কথা বলেন। জানান, এ বিষয়ে সরকারের কাছে কোনো আপডেট নেই। বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছে। শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।
আরোও পড়তে পারেন : জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ