অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। সেজন্য আমরা সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের নেওয়া উদ্যোগের ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার কমেছে। এখন ৯৮ ভাগ ছেলে মেয়ে স্কুলে যায়।’
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন পাঠ্যক্রম নিয়ে সরকার প্রধান বলেন, নতুন এই পাঠ্যক্রম চালু হবে মেধা বিকাশের জন্য।’
তিনি আরও বলেন, ‘আগামীতে আমরা যুদ্ধজাহাজ বানাবো, প্লেন বানাবো সেজন্য ছেলে মেয়েদের এখন থেকেই তৈরি করতে হবে। তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে ৪১ সালে হবে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ। আমাদেরকে আর কেউ ছোট করে দেখবে না।’
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিশুদের গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশের উপযোগী প্রজন্ম গড়ে তুলতে হবে। শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তারা যাতে আগামী দিনে সোনার মানুষ হিসেবে গড়ে উঠে, সেজন্য সরকার কাজ করছে।
আগামীকাল পহেলা জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্যবই উৎসব উদযাপন করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হবে। আর প্রাথমিক পর্যায়ের বইয়ের কেন্দ্রীয় উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। অনুষ্ঠানে দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ বিশিষ্ট ব্যক্তি, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা