কিশোরগঞ্জের ভৈরবের শনিবার মধ্যরাতে কমলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজী ফুল মিয়া জুতার মার্কেটে পুড়ে গেছে ৮টি জুতার কারখানা। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে সোহেল মিয়া, কবির হোসেন, ইব্রাহিম মিয়া, মুক্তার মিয়া, আলম মিয়া, আলী মিয়া ও আল-আমিন মিয়া সহ ৮টি কারখানা পুড়ে গেছে। ব্যবসাীদেও দাবি ঈদকে সামনে রেখে মার্কেটে প্রতিটি কারখানায় ৭/৮ লাখ টাকার মালামাল মজুদ ছিল। কিন্তু অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ মার্কেটে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পরে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পার্শ্ববর্তী আশুগঞ্জ, কুলিয়ারচর, রায়পুরা ও কিশোরগঞ্জসহ আরো ৪টি ফায়ার ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয়রা জানায়, কিছুদিন পর পর এ মার্কেটে আগুন লাগে। এ নিয়ে এ পর্যন্ত চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর রহস্য উন্মোচন হওয়া দরকার বলে মনে করছেন স্থানীয়রা।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জহিরুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ৬টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে আমরা ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা